Logo
Logo
×

সারাদেশ

সিলেট বিএনপির যুগ্ম-সম্পাদক শাহ পরানের পদ স্থগিত

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

সিলেট বিএনপির যুগ্ম-সম্পাদক শাহ পরানের পদ স্থগিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম শাহ পরানের পদ স্থগিত করা হয়ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম শাহ পরানের বিরুদ্ধে সরকারি সম্পদ পাথর ও বালু অবৈধভাবে উত্তোলনের সুস্পষ্ট অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে তার সব দলীয় পদ স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

জানা যায়, বালু-পাথর আহরণে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হওয়ায় প্রকৃতি সুরক্ষায় গোয়াইনঘাটের ডাউকি-জাফলংকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। এরপর ডাউকি-পিয়ান নদীর মোহনায় কয়েক স্তরে বিপুল পরিমাণ পাথর জমা হয়। এই পাথর ৫ আগস্টের পর নতুন করে লুটের মুখে পড়ে। এক রাতে ১ কোটি ঘটফুট পাথর চুরি হয়ে গেছে বলে সরকারি হিসাবে উঠে আসে। বাজারদর অনুযায়ী এই পাথরের মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানান, সর্বশেষ ২৬ জুলাই জাফলংয়ে পাথর মজুদ ছিল ৩ কোটি ৭৪ লাখ ঘনফুট। ৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে প্রায় ১ কোটি ঘনফুট পাথর উধাও হয়। এই লুটের পর এর সঙ্গে আরও কয়েকজনসহ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান সরাসরি জড়িত বলে অভিযোগ উঠে। বিএনপি খোঁজ নিয়ে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শাহ পরানের দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপির একটি সূত্র।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম