Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে বিএনপির সভাপতি কাজল সম্পাদক মতিন

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

হবিগঞ্জে বিএনপির সভাপতি কাজল সম্পাদক মতিন

হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে আজিজুর রহমান কাজল সভাপতি এবং শামছুল ইসলাম মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে আজম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী শামছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে এসএম মানিক বিজয়ী হন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। কাউন্সিলে ৫৪১ জন ভোটার ভোট দেন।

পরে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমেই বোঝা যাবে তাদের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী। তাদের কার্যক্রমের ওপর জনগণ সিদ্ধান্ত নেবে ভবিষ্যৎ কেমন হবে।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সেটুকু করে দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ করে দিতে হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম