Logo
Logo
×

সারাদেশ

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। রোববার বেলা ১১টার দিকে মাছটি বড়শিতে আটকায়।

শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বাসিন্দা মোদাচ্ছির (৩২) নামের এক যুবক এ মাছটি ধরেন।

জেলে মোজাম্মেল হক জানান, তিনি শাহপরীর দ্বীপ জেটিতে বসে নাফ নদীতে মাছ ধরছিলেন। সকাল থেকে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বড়শি টেনে তোলার চেষ্টা করেন। এ সময় বড়শি ভারি মনে হলে পাশের এক ব্যক্তির সহযোগিতা নেন। অনেক কষ্টে বড়শি তুলে দেখেন বিশাল একটি কোরাল মাছ এতে আটকে আছে। মাছটির ওজন ২৫ কেজি এবং এর দাম ৮৫ হাজার টাকা হাঁকা হয়েছে।

খবর ছড়িয়ে পড়তেই কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় জমান। তারা বিশাল এই মাছ দেখে মুগ্ধ হন।

স্থানীয়রা জানিয়েছেন, নাফ নদীতে প্রায়ই বড়শিতে বড় বড় মাছ ধরা পড়ে। শাহপরীর দ্বীপের জেটিটি জেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনই এখানে জেলে এবং স্থানীয়রা বড়শি নিয়ে মাছ ধরতে আসেন। তবে ২৫ কেজি ওজনের এমন বড় মাছ ধরা পড়া খুবই বিরল।

মাছটি স্থানীয় বাজারে বিক্রির জন্য তোলা হয়েছে এবং এর ক্রেতার জন্য অপেক্ষা করা হচ্ছে। এই বিরল ও বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়ায় জেলেদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম