Logo
Logo
×

সারাদেশ

পটিয়ায় ভাতিজাকে কুপিয়ে হত্যা, চাচা গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

পটিয়ায় ভাতিজাকে কুপিয়ে হত্যা, চাচা গ্রেফতার

চট্টগ্রামে ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গ্রেফতার জালাল পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার রাজা মিয়ার ছেলে। 

শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের একটি টিম। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি যুগান্তরকে জানান, গত ১৬ নভেম্বর পটিয়া থানাধীন পূর্ব হাইদগাঁও গ্রামে চাচা জালাল উদ্দিন তার ভাতিজা রাশেদকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী তাসনিম আক্তার পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। 

এরপর থেকে সিআইডি ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে কৌশলে জালালকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ জানান, ছোটবেলায় ভুক্তভোগী রাশেদের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালন পালন করে বড় করেন। জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন। গ্রামের বাড়িতে তেমন যান না। গত ১৬ নভেম্বর রাতে তিনি গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান তার একটি কম্বল ভাতিজা রাশেদ ব্যবহার করছেন। যেটি জালাল শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জালাল ধারালো ছোরা দিয়ে রাশেদের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। ভিকটিম রাশেদ মাদকাসক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম