মৌলভীবাজারে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে উপজেলার প্রেমনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. হারুন আলীর সাথে সাধারণ মানুষের চলাচলের একটি রাস্তা নিয়ে প্রেমনগর, দক্ষিণ প্রেমনগর, সরকারী আশ্রয়ণ প্রকল্প ও মালিকোনা গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছে।
রাস্তাটি নিজেদের মৌরুসী বলে হারুন আলী দাবি করে সেখানে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। অপরদিকে চলাচলকারী লোকজন এটিকে সরকারী দাবি করছেন। এনিয়ে গ্রামবাসী রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগও করেছেন। বিষয়টি নিষ্পতি করতে সহকারী কমিশনার (ভূমি) ওই এলাকায় সরেজমিন গিয়ে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে তার অফিসে যেতে বলেন। কিন্তু কেউ সেখানে না যাওয়ায় বিষয়টি ঝুলে থাকে।
শনিবার দুপুরে বিষয়টি সম্পর্কে জানতে কয়েকজন গণমাধ্যম কর্মী ওই গ্রামে যান। তারা মনসুরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থলে যেতে কল দিলে তিনি সেখানে যান। সেখানে জাহাঙ্গীর আলমকে হারুন আলীর লোকজন গালিগালাজ করেন। একপর্যায়ে উপস্থিত ৩টি গ্রামের মানুষের সাথে হারুন আলীর লোকজনের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে ১১ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- মো. আছকির মিয়া (৬০), তাহের আলী (৫৫), ইশকার মিয়া (৬০), মোজাহিদ আলী (৫৩), তামিম আলী (১৬), কেনান মিয়া (৬৫), আছমা বেগম (৫০), মঙ্গল মিয়া (৬০), আব্দুল মুকিত (৫০), আপেল মিয়া (২৫), আলী হোসেন (৩০)। খবর পেয়ে সেনাবাহিনী ও রাজনগর থানার পুলিশ পরিস্থিতি শান্ত করেন।
রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জেনেছি। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, অভিযোগ পেয়ে এসি ল্যান্ড সেখানে গিয়েছিলেন। রাস্তা নিয়ে দুই পক্ষের দুই ধরনের দাবি। কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। মারামারি করে তো ঘটনার সমাধান হবে না। আমরা বিষয়টি দেখব।