Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

দুর্গাপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত

ফাইল ছবি

মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানবজীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুরে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) দুর্গাপর উপজেলার দ্বীনি মাদরাসা মাঠে দুর্গাপুর সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সফিকুল ইসলাম। 

প্রধান আলোচক ছিলেন ইসলামী শিক্ষাবিদ ও গবেষক ড. নুরুল্লাহ (আল মাদানী)। বিশেষ আলোচক ছিলেন ইসলামী শিক্ষাবিদ মুফতি তাহের কাসেমী। 

অন্যদের মধ্যে আলোচনা করেন দুর্গাপুর দ্বীনি মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, কৈলাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ শিহাব উদ্দীন, বড় মসজিদ দারুল উলুম মাদরাসার মুহ্তামিম মুফতি হুমায়ুন কবীর, চন্ডিগড় বাজার মাদরাসার মুহ্তামিম মাওলানা ইব্রাহীম প্রমুখ। 

এছাড়া অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ জিন্নাহ, অ্যাডভোকেট ড. আব্দুর রাশিদ, এম রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   

মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) কে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সম্মানের ধর্ম ইসলাম নিয়ে তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। সবাইকে বিশ্বনবীর জীবন আদর্শের আলোকে জীবন সাজাতে আহবান জানানো হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম