Logo
Logo
×

সারাদেশ

কলাপাড়ায় স্বল্প মূল্যের কৃষক বাজার, খুশি ক্রেতারা

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

কলাপাড়ায় স্বল্প মূল্যের কৃষক বাজার, খুশি ক্রেতারা

উপকূলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ও খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষক বাজার। এতে খুশি ক্রেতা-বিক্রেতা সবাই।

শনিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘আমরা কালাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয়।

ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হয় এ বাজারে। বর্তমানে ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে মুখরিত হয়ে উঠেছে এ বাজারটি। উৎপাদিত কৃষি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং নায্য মূল্যে কৃষি পণ্য কিনতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা। 

ক্রেতা নাসির মিয়া জানান, ‘কৃষকের বাজারে এসে কম দামে সবজি কিনতে পেরেছি। এজন্য আমরা অনেক খুশি। এই কৃষকদের বাজার যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। ’

আরেক ক্রেতা জামাল হোসেন জানান, ‘আগে আমরা ফরিয়ার কাছ থেকে বেশি দামে সবজি কিনতে হত। এখন সরাসরি কৃষকের কাছ থেকে অর্ধেক দামে সবজি কিনতে পেরেছি। এর জন্য আমাদের খরচও কম হচ্ছে। ’

ক্রেতা জাহানারা বেগম বলেন, আমরা নিম্নয়ের মানুষ। বেশি দামে পণ্য কিনতে কিনতে আমরা দিশাহারা হয়ে গেছি। আজ এই কৃষকের বাজার থেকে ন্যায্য মূল্য সবজি কিনেছি। দামও কম, সবজির মানও ভালো। 

কৃষক সুলতান গাজী বলেন, আমরা কৃষি পণ্য উৎপাদন করে ফরিয়াদের কাছে বিক্রি করতাম, তখন অনেক কম দাম পেতাম। এখন কৃষকের বাজারে এসে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করে অনেক লাভবান হয়েছি। তাই উপজেলা প্রশাসক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী সদস্যদেরকে স্বাগত জানাই। এই  ন্যায্য মূল্য সবজি বাজার যেন ভবিষ্যতে চলমান থাকে। 

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসীর’ সভাপতি নজরুল ইসলাম বলেন, বর্তমান বাজারে যেকোনো পণ্য কিনতে মানুষ হিমশিম খাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে আমরা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কৃষকদের নিয়ে কৃষকের বাজার শুরু করেছি। এখানে সবজি বিক্রি করতে কৃষকদের কোনো খাজনা দিতে হয় না। কৃষি পণ্য নিয়ে আসতে সেতু পারাপারে কোনো টোল লাগেনা। এতে কৃষক যেমন লাভবান হচ্ছে, ক্রেতরাও ন্যায্য মূল্য কৃষি পণ্য কিনতে পারছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘নিম্ন আয়ের মানুষ যাতে ন্যায্য মূল্যে সবজি কিনতে পারে এজন্য প্রান্তিক কৃষকদের নিয়ে  ‘কৃষক বাজার’  স্থাপন করেছি। এই বাজার  আরও সম্প্রসারিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। ’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম