বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে বাস কাউন্টারে হামলা-লুটপাট
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১২ এএম
বরগুনার আমতলীতে বিএনপির বহিষ্কৃত নেতার ছেলের নেতৃত্বে দূরপাল্লার বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগীদের দাবি ভাংচুরসহ হামলাকারীরা কাউন্টারে থাকা ল্যাপটপ, কম্পিউটার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে গেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে আমতলী পৌরসভার নতুন বাজার বটতলা নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন বাসের ৮ থেকে ১০টি কাউন্টারে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে প্রায় দেড়শতাধিক দুর্বৃত্ত হামলা চালায়।
সেবা গ্রীনলাইন কাউন্টার ইনচার্জ আরিফ বলেন, আমি যাত্রীদের টিকেট দিচ্ছিলাম। এমন সময় এক থেকে দেড়শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার কাউন্টারে ঢুকলে আমি ভয়ে সরে যাই। তারা আমার দুটি ল্যাপটপ, একটা প্রিন্টার, একটি কম্পিউটার, সিসি ক্যামেরাসহ আমার টিকেট বিক্রির প্রায় ৩০-৩৫ হাজার টাকা নিয়ে আমাদের চেয়ার টেবিলসব ভেঙে বাইরে ফেলে দেয়। তাদের দুটি টেবিল ভিতরে রেখে বাইরে তালা দিয়ে যায়।
সৌদিয়া পরিবহণের আমতলী কাউন্টার ম্যানেজার সফিউল বাশার লালন বলেন, জালাল ফকিরের ছেলে রাহাত ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কাউন্টারে হামলা চালায়। হামলাকারীরা আমার কাউন্টারের ২৭ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া কাউন্টারের আসবাবপত্র ভেঙে তালা মেরে চলে যায়। পরে পুলিশ ও নৌবাহিনী এসে তালা খুলে দেয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. রুহুল আমিন বলেন, পরিবহণ কাউন্টারে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।