মাছ গরুর মাংসসহ ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৮ এএম
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক চালানে গরুর মাংস, শিং মাছসহ আরও অনেক কিছু রয়েছে।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুঁটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা।
বৃহস্পতি ও শুক্রবার গোয়াইনঘাটের পান্তুমাই, বিছানাকান্দি, প্রতাপপুর ও তামাবিল বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।