সিলেটে তালাবদ্ধ দোকানে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ এএম
সিলেটের কানাইঘাটে তালাবদ্ধ দোকান থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ব্যবসায়ী আব্দুর রহমান লাল মিয়ার (৪০)। লাশের মাথায় জখম ও রক্তাক্ত ছিল।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে আব্দুর রহমান লাল মিয়ার লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামের মৃত হাসন আলীর পুত্র। পৌর শহরের মাদ্রাসা রোডের প্রবাসী সেলিম উদ্দিনের মালিকানাধীন ভবনের নিচ তলার একটি দোকান ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাল মিয়া পেশায় আইসক্রিম ব্যবসায়ী ছিলেন।
পরিবারের লোকজন জানান, গত বুধবার রাত থেকে মোবাইল ফোন বন্ধ ছিল লাল মিয়ার। এতে সন্দেহ হয় পরিবারের। শুক্রবার সকালে তার পরিবারের লোকজন এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেওয়া দেখতে পান। পরে তালা ভেঙে ঘরের চৌকি খাটের ওপর মাথায় গুরুতর জখমপ্রাপ্ত লাল মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার কারণ জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইসলাম উদ্দিন জানান, লাল মিয়া বিবাহিত, তার এক ছেলে ও দুই শিশু মেয়ে রয়েছে। তিনি পৌর শহরের একটি দোকানে ভাড়া ঘরে থাকতেন, মাঝেমধ্যে বাড়িতে যেতেন।