Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুর স্বজনের ঐতিহ্যবাহী ‘২১তম নবান্ন উৎসব’ আজ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:০৩ পিএম

গৌরীপুর স্বজনের ঐতিহ্যবাহী ‘২১তম নবান্ন উৎসব’ আজ

হৈমন্তিক ধান কাটা, কৃষিপ্রধান বাংলার ঐতিহ্যবাহী ‘২১তম নবান্ন উৎসব আজ।’ দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করেছে। ঐতিহ্যবাহী গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আগুন পুড়িয়ে ‘উঠানপীঠা, পুড়াপিঠা ও মাংসপিঠা’ সঙ্গে থাকছে প্রদশর্নীতে ৭১ প্রকারের পিঠা-পায়েস।

২০০৪ সালে প্রথম নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে, এরপরে রামগোপালপুর জমিদারবাড়ি, বীরঙ্গনা সখিনার সমাধিস্থল, জমিদার ডিকে লাহিড়ীর বাড়ি, আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের অনন্ত সাগরের পাড়ে, যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়, গৌরীপুর প্রেস ক্লাব, শহিদ হারুণ পার্কসহ ভিন্নভিন্ন আঙ্গিকে  এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উৎসব প্রসঙ্গে উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আমরা ৭১ প্রকার পিঠা তৈরি করেছি। এছাড়াও স্বজনদের হাতের নানা রঙের বর্ণের পিঠাও হাজির হবে এ উৎসবে। 

উপজেলা স্বজনের সহ-সভাপতি শামীমা খানম মিনা ও স্বজন হোমায়রা শাহরিন তুলি জানান, গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পিঠার সম্পর্ক রয়েছে, নতুনদের সেইসব পিঠা সম্পর্কে জানাতে চাই। এ জন্য উৎসবের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ শালিপুড়ি পিঠা, বউ পিঠা, জামাই ভোগ, নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা. ডিম চিতই. পাটিসাপটা. দুধ চিতই, নারিকেল বরপি, মালাই পাটি সাপটা, হৃদয় হরণ পিঠা,  ঝুড়িপিঠা, বিবিখানা পিঠা, পুলি পিঠা, মোগ পাকন, তেলের পিঠা, ফুল ঝুড়িপিঠা, গোলাপ পিঠা, পানতোয়া পিঠা, পাতা পিঠা, ঝিকিমিকি পিঠা, ঝিণুক পিঠা, গোকুলপিঠা, চিটপিঠা, নুডুলস পিঠা, চপপিঠা, সেমাই বরপি, মসল্লাপিঠা, পাকোড়া পিঠা, বেণী পিঠা, পায়েস পিঠা, পয়সাপিঠা, গাজরের পাটিসাপটা, পানকৌড়া ঝালপিঠা, চক্কর দানা, ঝারা পিঠা, রসকদম, ডিম বাউটি, ছাইন্না পিঠা, লবঙ্গ লতিকা, সিমপিঠা, চাকমা বড়া পিঠা, প্রজাপতি পিঠা, অনথন পিঠা, সুজির লাড্ডু, মুরালি পিঠা, নারিকেল নাড়ু, সাতকানা পিঠা, তারা পিঠা, পেচাপিঠা, মুড়ির নাড়ু, চিড়ার নাডু, চৈ পিঠা, গাজরগোপালী, রাজারাণী পিঠা, কেক পিঠা, রাজভোগ, আমসত্ত্বা, ম্যারা পিঠার থাকছে ৮ প্রকারের। 

এ উৎসবে সভাপতিত্ব করবেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। উদ্বোধন করবেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম