Logo
Logo
×

সারাদেশ

মিয়া গোলাম পরওয়ার

অসাম্প্রদায়িক দেশ গড়তে একযোগে কাজ করতে হবে

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম

অসাম্প্রদায়িক দেশ গড়তে একযোগে কাজ করতে হবে

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন নতুন অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। ওরা (আওয়ামী লীগ) আমাদের কথা বলার, ভোটাধিকার কেড়ে নিয়েছিল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এখন আমাদের কাজ করতে হবে।

শুক্রবার মেহেরপুরের শহিদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনো সরকারের বিভিন্ন অফিস আদালতে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। ফ্যাসিবাদ সরকারের ওই দোসরদের সরাতে ব্যর্থ হলে একটি সুন্দর নির্বাচন হতে বাধা হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি। এখনই সুন্দর দেশ গড়ার সময়। 

মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের অঞ্চল পরিচালক মোবারক, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার আমির অ্যাডভোকেট রুহুল আমীন, মেহেরপুর জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, সদর উপজেলা আমির মওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমির ডা. রবীউল ইসলাম প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম