বিয়ের ৪র্থ দিনে তিন সন্তানের জনকের হাত ধরে ভাগল স্ত্রী, যা করলেন স্বামী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় সাবেক স্ত্রী ও তার প্রেমিকাকে দায়ী করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাহিদ হাসান ওরফে জুয়েল (২২) নামে এক যুবকের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে উপজেলার বড় চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, প্রায় দেড় মাস আগে জুয়েলের সঙ্গে একই উপজেলার চক তকিনগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে সেবা খাতুনের বিয়ে হয়। বিয়ের তিন-চার দিনের মাথায় স্ত্রী সেবা আতাউর নামে দুই সন্তানের জনকের সঙ্গে পালিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুয়েল তার নিজের ফেসবুকে সাবেক স্ত্রী ও প্রেমিক আতাউরকে দায়ী করে স্ট্যাটাস দিয়ে বিষপান করেন। স্বজনরা ঘটনা জানতে পেরে জুয়েলকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাকে স্থানান্তর করা হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ফেসবুকে জুয়েল লিখেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা...’ অপর একটি স্ট্যাটাসে লেখেন- ‘মা-বাবা তোমরা আমাকে মাফ করে দিও...।’
এ বিষয়ে জুয়েলের সাবেক স্ত্রী সেবার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ তাদের বাড়ি থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।