Logo
Logo
×

সারাদেশ

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেফতার

সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমকেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়। এ সময় রুহুল আমিন ও শফিকুল নামের দুই যুবককেও আটক করা হয়। বর্তমানে তারা আশুলিয়া থানায় রয়েছে। চালঞ্চ্যকর এই মামলার বাদীকে আটক করায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী আল আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 

তিনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন। এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এ সকল তথ্য গনমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম