Logo
Logo
×

সারাদেশ

বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:০৯ এএম

বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াত (২৮) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক শেখ আবুল হায়াত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শীদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের মৃত শেখ মনিরুলের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ভারতীয় যুবক আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় তার গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদের বোতল ও একটি ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াতকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম