Logo
Logo
×

সারাদেশ

নড়াইল জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র কারাগারে

Icon

লোহাগড়া ও নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

নড়াইল জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র কারাগারে

নড়াইলে ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এ আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে হামলার ঘটনায় গত ১০ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপন ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ ৯০ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। 

মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে ৩ নম্বর আসামি করা হয়। এছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত প্রথমসারির আসামিদের মধ্যে সুবাস চন্দ্র বোস প্রথম আদালতে হাজির হলেন।

বৃহস্পতিবার সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুবাস চন্দ্র বোস। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস আদালত প্রাঙ্গণে আসার খবরে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি আন্দোলনকারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম