নাজমুলের শোকে অসুস্থ বাবা, ছেলে হত্যার বিচার চান মা
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জ দিনভর ছিল মিছিলে মিছিলে উত্তাল। সকাল থেকে রাত পর্যন্ত ছাত্র-জনতার দখলে ছিল উপজেলার রাজপথ। এ সময় ঢাকা দক্ষিণে ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন নাজমুল ইসলামসহ অনেকে।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতেই চিকিৎসাধীন মৃত্যু হয় নাজমুল ইসলামের। তার মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছালে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
বর্তমানে শোকে স্তব্ধ শহিদ নাজমুল ইসলামের গোটা পরিবার। ঘটনার পর থেকে তার বাবা তৈয়ব আলী অসুস্থ হয়ে পড়েছেন। মা চায়না বেগম ছেলে হত্যাকারীদের বিচার চান।
জানা গেছে, ৩ ভাই ও ১ বোনের মধ্যে শহিদ নাজমুল ইসলাম ছিলেন দ্বিতীয়। পরিবারের অভাব অনটন মেটাতে ঢাকা দক্ষিণের একটি বাজারে ছোটখাটো ব্যবসা করতেন নাজমুল। পরিবার মোটামুটি ভালো চলছিল; কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন তিনি। এতে পরিবারে অন্ধকার নেমে এসেছে।
সরেজমিন শহিদ নাজমুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে কাতর তার পরিবার। কারও মুখে হাসি নেই। ছেলের মৃত্যুর স্মরণিকা বুকে নিয়ে অঝোরে কাঁদছেন মা চায়না বেগম।
তিনি বলেন, আমার ছেলে নাজমুল ইসলাম ৪ আগস্ট আন্দোলনে যায়। পরে শুনি সে মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার পর রাতে মারা যায়। আমরা ছেলে হত্যার বিচার চাই।
এদিকে ওই ঘটনার পর বাবা তৈয়ব আলী ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।