Logo
Logo
×

সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

‘বগুড়ার সোনাতলা পৌরসভা-ঠিকাদারি লাইসেন্স আটকে ৯ কোটি টাকার দরপত্র ভাগবাটোয়ারা’ শিরোনামে গত ১৪ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

তিনি সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, সংবাদে আহসান হাবীব রতনকে আমার স্বজন পরিচয় করিয়ে দেওয়া হয়েছে; কিন্তু রতন দরপত্র কেনেননি। সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলামও কোনো শিডিউল কেনেননি। সংবাদে কাজ ভাগাভাগির তালিকায় মোমিনুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। তিনি আমার স্বজন নয়; আমার ভাইয়ের নাম আহসানুল মোমেনিন সোহেল। তিনি দরপত্র কিনে জমা করেছিলেন; কিন্তু কাজ পাননি।

দরপত্র ক্রয় বা দাখিলে ঠিকাদারদের বাধা দেওয়া বা কোনো লাইসেন্স আটকানোর ঘটনা ঘটেনি দাবি করে জাকির আরও বলেন, দরপত্র সম্পর্কিত ঘটনায় তিনি বা তার স্বজনের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি দলীয় কোনো নেতাকর্মী, ঠিকাদার, প্রকৌশলী বা প্রশাসনের কারও সঙ্গে তিনি এ বিষয়ে কোনো যোগাযোগও করেননি। ঠিকাদারি কাজ পাওয়ার বিষয়ে দলীয় প্রভাব বিস্তারের প্রশ্নই ওঠে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম