Logo
Logo
×

সারাদেশ

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে হত্যা, মেঝেতে পুঁতে রাখে লাশ

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে হত্যা, মেঝেতে পুঁতে রাখে লাশ

নীলফামারীর কিশোরগঞ্জে কলেজছাত্র খালিদ বিন লিসাদকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে তার লাশ পুতেঁ রাখার দুই দিন পর নদীতে ফেলে দিয়েছে। স্বামীর সংসার রক্ষার্থে প্রেমিককে হত্যা করা হয়েছে।

বুধবার আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন নিহত লিসাদের প্রেমিকা মিনারা আক্তার মিনু।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত মিনু নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বেলতলী গ্রামের ধনী মামুদের মেয়ে।

এ ঘটনায় মিনুর স্বামী ঝালকাঠির ওয়াহিদ ও ছোট্ট ভাই রব্বানীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, নিখোঁজের ৩ দিন পর নিতাই বেলতলীরঘাট ব্রিজের পাশে চাড়ালকাটা নদী থেকে ১২ নভেম্বর লিসাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার হয়। পরে তার বাবা সদর ইউনিয়নের মুশা গ্রামের মমিদুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম