Logo
Logo
×

সারাদেশ

কোনো কোনো স্কুল নিয়মিত না চলায় শিক্ষার্থীরা ঝরে পড়ছে

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

কোনো কোনো স্কুল নিয়মিত না চলায় শিক্ষার্থীরা ঝরে পড়ছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি স্কুলের শিশুরা ঝরে পড়ছে অনেকগুলো কারণে। এর প্রধান কারণ হচ্ছে কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্যান্য স্কুলগুলো খোলা ছিল। এছাড়া অনেক জায়গা রয়েছে যারা সরকারি চাকরি করেন তাদের ছেলেমেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা প্রাইমারি স্কুলের সময়ের সঙ্গে তাদের মেলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন; যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে। এছাড়াও কোনো কোনো স্কুল রয়েছে সেগুলো নিয়মিত না চলায় শিক্ষার্থীরা ঝরে পড়ছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় টাঙ্গাইলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাড়ি বাড়ি গিয়ে ছাত্র সংগ্রহ করে। সরকারি প্রতিষ্ঠানে এমন মেকানিজম ডেভেলপড করেনি।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম