টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে
টঙ্গী পূর্ব ও পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:০২ পিএম
গাজীপুরের টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিরতিহীনভাবে চলবে বিকাল তিনটা পর্যন্ত। ২২০ জন ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও আগের কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল জানান, ১৫টি পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন, সাংগঠনিক সম্পাদকদের চারজনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।আশা করছি ভোটাররা তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আজ সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব বেছে নেবেন।
প্রধান নির্বাচন কমিশনার মফিজ উদ্দিন বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর পৌনে ১টার মধ্যে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে। আশা করি তিনটার মধ্যেই শতভাগ ভোট কাস্ট হবে।