আ.লীগ নেতা হাবিবের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার
যশোর ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
ত্রিশ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের অবৈধ দখলে থাকা সরকারি ১২ বিঘা (৪ একর) জমি উদ্ধার করেছে প্রশাসন।
বুধবার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি উদ্ধার করা হয়।
জানা যায়, চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান-১ এর পুকুর ও পুকুরপাড় শ্রেণির আরএস দাগ ২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ ও আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ এক দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। ওই জমি ত্রিশ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ৪ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এসএম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগও রয়েছে। সেগুলো চিহ্নিত করে সরকারের দখলে নেওয়ার দাবি উঠেছে।
চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে বাহাদুর মৌজায় আমাদের সরকারি জমি বেদখল ছিল। অভিযান চালিয়ে অবৈধ দখল থেকে সরকারি দখলে এনেছি। এটি আরএস রেকর্ডে খাস খতিয়ানে একই রয়েছে।
তিনি জানান, দখলদার যেই হোক, আমাদের অভিযান চলমান থাকবে।