Logo
Logo
×

সারাদেশ

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

গাইবান্ধার পলাশবাড়ীতে মোহদীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্যপদ নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় পলাশবাড়ীর চৌমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, মোহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি অনাস্থার কারণে শূন্য হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শূন্যপদ নিয়ে  মেম্বারদের মধ্যে আলাপ আলোচনা চলে আসছিল। বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি মোড় নিলে উত্তেজনা শুরু হয়।

এ ঘটনা জানার পর পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি সমঝোতা ও নিয়ন্ত্রণে আনতে মোহদীপুর ইউপি মেম্বারদের নিয়ে বুধবার বিকালে তার অফিসে আলোচনায় বসেন। সেই আলোচনায় মেম্বারদের সঙ্গে আসেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও। কে হবেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পরে বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম তার অফিস রুম থেকে সবাইকে বের হওয়ার অনুরোধ করে তিনিও তার অফিস ত্যাগ করেন। কিছুক্ষণের মধ্যেই জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে নির্বাহী কর্মকর্তা স্বীকার করেন।

এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে পলাশবাড়ী থানা পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পলাশবাড়ীতে।

এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাশবাড়ীতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে বলে গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম