Logo
Logo
×

সারাদেশ

মসলায় মেশানো হয় ধানের কুড়া

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

মসলায় মেশানো হয় ধানের কুড়া

ময়মনসিংহের মুক্তাগাছায় মসলায় ধানের কুড়া মিশানোর অপরাধে মিল মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার পৌর ত্রিমোহনী এলাকায় মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ত্রিমোহনীর মানিক মসলা মিলে দীর্ঘদিন ধরে মসলায় ধানের কুড়া মিশিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মসলায় ধানের কুড়া মিশানোর সত্যতা পেলে অপরাধের দায়ে মিল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার যুগান্তরকে জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় মিল মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম