Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, গরু-ছাগল লুট করে ভূরিভোজ

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

জমি নিয়ে বিরোধ, গরু-ছাগল লুট করে ভূরিভোজ

দিনাজপুর জেলার পার্বতীপুরে বিবদমান জমি-জমার জেরে প্রতিপক্ষের সংঘবদ্ধ দল হামলা চালিয়ে মারপিট, লুটপাট, ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও ১১টি গরু-ছাগল লুট করে নিয়ে যায়। রাতে লুটের গরু-ছাগল জবাই করে মাংস ভাগাভাগি করে নেয় এবং বিশাল ভূরিভোজের আয়োজন করে। 

উপজেলার শেষ সীমানা ফতেজংপুর ইউপির তেলিপাড়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রভাবশালী প্রতিপক্ষ একাধিক মামলা করায় ঘটনার শিকার নিরীহ অসহায় মানুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

জানা গেছে, প্রতিপক্ষ শাহাবুল ইসলাম, শাহিনুর ইসলাম ও সাজ্জাদুল ইসলামের সমন্বয়ে একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মেরাজুল হকের পটোল ও আলুখেত তছনছ করে লুটপাট চালায়। জমির মালিক ও এলাকাবাসী বাধা দিতে গেলে সংঘর্ষ তেলিপাড়া গ্রামে ছড়িয়ে পড়ে। সেখানে শাহাবুল ইসলামের নেতৃত্বাধীন দলটি জমির মালিক মেরাজুল হকের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটায়। 

এ সময় আসবাবপত্র ভাঙচুর করে, নগদ টাকা, স্বর্ণালংকার ও ১১টি গরু-ছাগল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতে লুটের গরু-ছাগল জবাই করে মাংস ভাগাভাগি করে নেয় এবং বিশাল ভূরিভোজের আয়োজন করে। এ ব্যাপারে পক্ষে-বিপক্ষে মামলা পালটা মামলা হয়েছে। 

বিষয়টি নিয়ে প্রতিপক্ষ শাহাবুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

পার্বতীপুর থানার ওসি (তদন্ত) এসএম এহসান হাবিব বলেন, মামলাগুলো আদালতে হয়েছে। নথি না দেখা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম