Logo
Logo
×

সারাদেশ

স্কুলে ক্লাশ নিলেন পুলিশ সুপার

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

স্কুলে ক্লাশ নিলেন পুলিশ সুপার

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেছেন, পরিবার, সমাজ ও দেশের জন্য প্রস্ফুটিত করতে আগে নিজেকেই তৈরি করতে হবে। জীবনে বড় হতে চাইলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। ছাত্রজীবনে যত বেশি কষ্ট করবে, বাকি জীবন তত বেশি মধুর হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তে বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরির্দশনে এসে শিক্ষার্থীদের এ উপদেশ দেন শিক্ষাবান্ধব এই পুলিশ কর্মকর্তা। এ সময় তিনি বিদ্যালয়ের নবম শ্রেণীতে যান এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষকের পরির্বতে নিজেই শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নেন। 

পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের বলেন, পড়ালেখা বাদ দিয়ে রাস্তা-ঘাটে অনেক শিক্ষার্থীকে মোবাইল ফোন চালাতে দেখা যায়। ছাত্রজীবন মানে পড়লেখা করে ভবিষ্যৎ জীবন গড়ার সময়। জীবনে কিছু করতে চাইলে ছাত্রজীবনে মোবাইল ফোন, মাদক সেবন, ইভটিজিং ও বাল্যবিবাহ করা যাবে না। 

তিনি ছাত্রদের পড়ালেখার খোঁজখবর ও যত্ন নিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান, থানার সেকেন্ড অফিসার এসআই শ্রী সুশান্ত কুমার রায়, ডিবির সিনিয়র এসআই জাহাঙ্গীর হোসেন, বাগজানার ইউপি চেয়ারম্যান নাজমুল হক ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এমদাদুল হক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম