সাবেক এমপি সিরাজের গাড়িবহরে হামলা, মামলায় আসামি ১৩৪
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৩৪ জনের নামে মামলা হয়েছে।
উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ সম্প্রতি শেরপুর থানায় এ মামলা করেন। ওসি শফিকুল ইসলাম জানান, এজাহারনামীয় আসামি কৃষক লীগ নেতা জামিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, পৌর কাউন্সিলর শুভ ইমরান প্রমুখ।
গত ১৬ নভেম্বর রাতে এ মামলার পরপরই পুলিশ এজাহারনামীয় আসামি কুসুম্বী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও খিকিন্দা গ্রামের আবদুল আজিজের ছেলে জামিল উদ্দিনকে গ্রেফতার করেছে।
বাদী এজাহারে উল্লেখ করেন, গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ছিলেন, গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি ওই বছরের ২৪ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় বের হন। শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকায় পৌঁছলে বিভিন্ন অস্ত্রে সজ্জিত আসামিরা প্রচারণার গাড়িবহরে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করেন। রামদা দিয়ে আঘাত করে জিপ ও দুটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত করেন। পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন। পরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেন।
সোমবার বিকালে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ১৬ নভেম্বর রাতে এ মামলা হয়েছে। এজাহার নামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।