Logo
Logo
×

সারাদেশ

ফসলি জমিতে মিলল যুবকের লাশ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

ফসলি জমিতে মিলল যুবকের লাশ

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে ফারুক হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ভুশ্চি মুজিবনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারুক হোসেন (৩২) ওই এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল এবং শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রামের এক ব্যক্তি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফারুকের বাবা-মা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

এলাকার লোকজন জানায়, ফারুক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

নিহত ফারুকের মা জানান, রোববার রাত ৯টার দিকে ফারুক নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এ সময় ফারুকের মা অভিযোগ করেন, আশিক এবং শাকিল নামে এলাকার দুই যুবকের কাছে তার ছেলে টাকা পেতেন বলে তিনি সন্দেহ করছেন।

লালমাই থানার ওসি শাহ আলম বলেন, ফারুক হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম