নাশকতা চেষ্টার মামলা ১৭ জামায়াত শিবির নেতাকর্মীকে খালাস
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
রংপুরে নাশকতা চেষ্টার মামলায় ১৭ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। সোমবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন। তিনি জানান, ২০১৫ সালের ২৬ মে রংপুর নগরীর কিষান হিমাগারের পূর্বদিকে আশিক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে সরকার পতনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পীরগাছার সোলায়মান হোসেনের ছেলে মওদুদ হোসেন, ফজলুল হকের ছেলে মোতালেব হোসেন, মিঠাপুকুরের আজিজার রহমানের ছেলে মিকাইল আনোয়ার, গঙ্গাচড়ার মজিবর রহমানের ছেলে শরিফুল ইসলামসহ ১৭ জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলায় তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এতে ৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আদালত ১৭ আসামিকে খালাস প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এ মামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তা সোমবার প্রমাণিত হওয়ায় আসামিদের মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।