Logo
Logo
×

সারাদেশ

প্রশ্ন দেখানোর কথা বলে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পিএম

প্রশ্ন দেখানোর কথা বলে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

নাটোর সদর উপজেলায় শিশু (১০) ছাত্রীকে প্রশ্ন দেখানোর প্রলোভন দিয়ে ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষক হযরত আলী (৪২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরোম মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ জুলাই বিকালে শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়তে স্কুলে যায়। প্রাইভেট পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু ছাত্রীকে প্রশ্ন দেখিয়ে দেওয়ার কথা বলে নিজ বাড়ির শয়ন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি করলে পরীক্ষায় ফেল করিয়ে দেবে ও মেরে ফেলার হুমকি দেয়। পরে ১২ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে জানায়।

শিশুটির বাবা শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরে পুলিশ তদন্ত করে হযরত আলীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ প্রায় সাড়ে ৬ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত হযরত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ শিশুটি পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম