পাহাড়তলীতে দু-নলা বন্দুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
![পাহাড়তলীতে দু-নলা বন্দুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/18/Untitled-4--673b25062f4cd.jpg)
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজি ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযানে দু-নলা বন্দুকসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে তিনটার দিকে এসআই সুফলের নেতৃত্বে এএসআই ফজলুল বারী, নিজাম উদ্দিন, আহসানুল করিমসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপস্থিত সাক্ষীদের সম্মুখে একটি দু-নলা বন্দুক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন,আটক মোহাম্মদ আলমগীর হোসেন ও আব্দুস সাত্তার সোহেল গত ২৪ ও ২৫ অক্টোবর খুলশী থানাধীন সেগুনবাগিচা এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল। তাদের গতিবিধি পুলিশের নজরে ছিল। আজ সফল অভিযানে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে তোলা হয়েছে।