Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

নোয়াখালীতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত দাম বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায়, ছাত্র সমন্বয়ক, দুটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, একদিকে আলুসহ শাক-সবজি প্রান্তিক পর্যায়ের কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুণতে হচ্ছে তাদের। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে এসব পণ্য। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা। 

বক্তারা আরও বলেন, মাঝেমধ্যে কিছু অভিযান পরিচালনা করলেও সিন্ডিকেটের কিছুই করতে পারছেনা সরকার। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম