Logo
Logo
×

সারাদেশ

দৌলতখানে শ্যালকের মিথ্যাচার

সাবেক মেয়রের বাড়িতে লুটের অভিযোগ ভুয়া

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:১০ পিএম

সাবেক মেয়রের বাড়িতে লুটের অভিযোগ ভুয়া

ভোলার দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদারের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর, লুটপাট ও ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ সত্য নয়, ভুয়া। 

দৌলতখান প্রেস ক্লাবে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জাকির হোসেন তালুকদারের জামাতা (বড় মেয়ের স্বামী) ব্যবসায়ী মো. কামরুল ইসলাম। 

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকায় আত্মগোপানে থাকা অবস্থায় ৩১ অক্টোবর পল­বী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হন সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাকির হোসেন তালুকদার। 

তখন ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়রপুত্র পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশ জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ-সদস্য হাফিজ ইব্রাহিম ও স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়। 

অভিযোগ করেন, যুবদলের জয়েল তাদের পুকুর থেকে ১০ লাখ টাকার মাছ লুট করে নেয়। পাশাপাশি খামার থেকে ছাগল লুট করা হয়। 

তবে সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম জানান, তার শ্যালক আকাশ মিথ্যাচার করেছে। ৫ আগস্টের পর সাবেক পৌর মেয়র জাকির হোসেন তালুকদারসহ আকাশ স্বেচ্ছায় বাড়ি থেকে অন্যত্র চলে যান। ওই বাড়িতে বিএনপির কেউ হামলা, ভাঙচুর, লুটপাট করেনি।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম