Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রশিবির নেতার মৃত্যু

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রশিবির নেতার মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোতালিব সজিব (৩০)  নামে ছাত্রশিবিরের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পেরিয়া ইউপির মুন্সিরকলমিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সজিব ওই গ্রামের দুবাই প্রবাসী মফিজুর রহমানের ছেলে। তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। 

স্থানীয় বাঙ্গড্ডা বাজারে মায়া কসমেটিকস নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। 

জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের একটি ডোবাতে সেচ দিয়ে মাছ ধরার জন্য প্রতিবেশী ছালেহার বাড়ি থেকে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এক পর্যায়ে পানি সেচ দেওয়া অবস্থায় অসাবধানতাবশত সজিব বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, এ ব্যাপারে কেউ থানা পুলিশকে অবগত করেনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম