Logo
Logo
×

সারাদেশ

সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে অনধিকারে জমিতে প্রবেশ করে চাঁদা দাবি, নির্মাণ কাজ বন্ধ করে নৈরাজ্যকর পরিবেশ তৈরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর টুটুলের বিরুদ্ধে। টুটুল ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বিএনপি থেকে বহিষ্কৃত বলে জানা গেছে। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সুজাউদ্দৌলা।

অভিযোগে সুজাউদ্দৌলা বলেন, ২০২১ সালে ২৭ জন মিলে ১৪ নম্বর ওয়ার্ড ডাবতলা এলাকায় খতিয়ানের মাধ্যমে একখণ্ড জায়গা ক্রয় করি। গত ১৬ নভেম্বর ওই জমিতে ভবন তৈরির উদ্দেশ্যে মাটি কাটার কাজ শুরু করলে সাবেক কাউন্সিলর টুটুল, তার বোন শাহানাজ বেগম, তাজমা বেগমসহ ২০ থেকে ২৫ জন লোক অনধিকারভাবে জমিতে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ভবন তৈরির কাজ বন্ধ করে বিশৃঙ্খল পরিস্থিতির পরিবেশ সৃষ্টিসহ আমাদেরকে শারীরিকভাবে হেনস্থা করেন।

তিনি অভিযোগে আরও বলেন, জমিতে ভবন তৈরি করা হলে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে এবং বারবার আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন তারা। ফলে জীবনের নিরাপত্তার প্রয়োজনে ওই দিনই থানায় একটি অভিযোগ করি। এর আগে একই জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করার কারণে আদালতে একটি মামলাও দায়ের করেছি। সেখানে তারা কোনোরকম কাগজপত্র দেখাতে পারেন না। তবে জমিটির দখল নিতে এসব করছে। এখন ২০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি আবেদন করছি তারা যেন আইনি ব্যবস্থা নেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিপ্লব কুমার ঘোষ ও মুস্তাফিজুর রহমানসহ কয়েকজন। এ বিষয়ে টুটুলের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম