Logo
Logo
×

সারাদেশ

জগন্নাথপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

জগন্নাথপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (২৭) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর নিচু অংশ থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত সুজিত দাস উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে চালককে রানীগঞ্জ সেতুতে এনে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা করছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম