Logo
Logo
×

সারাদেশ

চরফ্যাশনে অন্যের বাড়িতে ২০ পরিবারের আশ্রয়

আদর্শ গ্রামের ঘর ভেঙে নিচ্ছে প্রভাবশালীরা

Icon

শিপু ফরাজী, চরফ্যাশন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

আদর্শ গ্রামের ঘর ভেঙে নিচ্ছে প্রভাবশালীরা

চরফ্যাশন আদর্শ গ্রামের ঘর থেকে আশ্রিতদের বের করে দিয়ে ঘরগুলো ভেঙে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। রোববার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সরকারি অর্থায়নে নির্মিত নিলিমা আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। প্রভাবশালীরা ঘর থেকে তাদের বের করে দিয়ে ঘরগুলো ভেঙে নেওয়ায় ২০টি পরিবার এখন তাদের স্বজনদের বাড়িতে আশ্রিত হয়েছে।

নিলিমা আদর্শ গ্রামের ঘরে আশ্রিত-অসহায় ফরিদ, হান্নান ও আকলিমাসহ অনেকে বলেন, আমাদের অসহায়ত্বের কথা চিন্তা করে ২০১৭ সালে সরকারি অর্থায়নে নিলিমা আদর্শ গ্রামের ২০টি ঘর আমাদের ২০টি পরিবারকে বরাদ্দ দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার। সেই থেকে আমরা পরিবার-পরিজন নিয়ে ঘরে বসবাস করছি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি দলীয় কর্মী স্থানীয় রাসেল, রাসেদ, শাহে আলম ও মমিন আমাদের ঘর ভেঙে নিতে বলেন। আমরা ৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করলে তিনি সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেন। পরবর্তীতে এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তরা এখন আমাদের ঘর থেকে বের করে দিয়ে ঘরগুলো ভেঙে নিচ্ছেন।

সরেজমিন রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঘরগুলোর শূন্য ভিটা পড়ে আছে, একজন মিস্ত্রি ঘরের চালের টিন খুলছেন। অনেকে ঘরের বেড়াগুলো খুলছেন। ঘর ভাঙার দৃশ্য ক্যামেরাবন্দি করাতেই সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এগিয়ে এসে ছবি করতে নিষেধ করেন।

ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত বিএনপি দলীয় কর্মী মমিন জানান, এই জমি আমাদের রেকর্ডীয়। আমাদের জমিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আমলে জোরপূর্বক এই ঘরগুলো করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আবুল হাসনাত জানান, আদর্শ গ্রামের ঘর ভাঙার বিষয়টি জানার পর আমি তহসিলদারকে পাঠিয়েছি। তিনি ঘটনাস্থলে গিয়ে আমাকে জানালে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম