Logo
Logo
×

সারাদেশ

স্বামী হত্যার দায়ে স্ত্রী-প্রেমিকের মৃত্যুদণ্ড

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

স্বামী হত্যার দায়ে স্ত্রী-প্রেমিকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার জেরে স্বামী হযরত আলীকে (৪০) হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন (২৮) ও তার প্রেমিক লিয়াকত আলীকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করাকালে একই গ্রামের লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার প্রায় একমাস আগে হযরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করেন। এতে হযরত আলীকে বাধা মনে করে তারা তাকে হত্যার পরিকল্পনা করেন।

২০২১ সালের ২৯ আগস্ট হযরত আলী গৃহস্থালির কাজ শেষে হালুয়াঘাট থেকে নালিতাবাড়ির উদ্দেশ্যে বের হয়ে গোরকপুর বাজারে যান। পরিকল্পনা অনুযায়ী সাবিনা খাতুন মোবাইলে হযরত আলীর অবস্থান জেনে প্রেমিক লিয়াকত আলীকে জানান। লিয়াকত আলী কৌশলে হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হযরত আলীর গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন।

হত্যার বিষয়টি লিয়াকত আলী মোবাইলে সাবিনা খাতুনকে অবহিত করেন। পরে দুজনে মিলে লিয়াকত আলীর আবাদি জমিতে হযরত আলীর লাশ পুতে রাখেন।

এ ঘটনায় নিহতের ভাই হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে হযরত আলীর স্ত্রী সাবিনা খাতুন ও তার প্রেমিক লিয়াকত আলীর নামে চার্জশিট দাখিল করে।

এদিকে ময়মনসিংহের ভালুকার মাদক মামলায় তিন মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত। 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মো. নিজাম উদ্দিন, মো. হিরন মিয়া ও মো. নবী হোসেন। তারা সবাই ভালুকা উপজেলার বাসিন্দা। এর মধ্যে মামলা চলাকালে মো. নবী হোসেনের মৃত্যু হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী পালানোর চেষ্টা করলে মো. নিজাম উদ্দিন, মো. হিরন মিয়া ও মো. নবী হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তাদের তল্লাশি করে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ মামলায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম