Logo
Logo
×

সারাদেশ

মেরিন ড্রাইভে দুর্ঘটনায় প্রাণ গেল নির্বাচন অফিসের কর্মকর্তার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

মেরিন ড্রাইভে দুর্ঘটনায় প্রাণ গেল নির্বাচন অফিসের কর্মকর্তার

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুর রহমান নামে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। 

রোববার বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে বাহারছড়ার জাহাজপুরা এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত আব্দুর রহমান মরিচ্যা পালং সাবেক রুমখাঁ জনাব আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। 

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হঠাৎ একজন সহকর্মীকে হারিয়ে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার অকালে চলে যাওয়ায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, তার একটি ছোট মেয়ে রয়েছে। আমরা তার লাশ নিজ বাড়িতে দিতে এসেছি। 

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে পুলিশ। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম