Logo
Logo
×

সারাদেশ

আধিপত্যের জেরে আ.লীগ নেতার পা কাটলেন বিএনপি কর্মী

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

আধিপত্যের জেরে আ.লীগ নেতার পা কাটলেন বিএনপি কর্মী

জয়পুরহাটের কালাই উপজেলায় আধিপত্য বিস্তার ও শ্রমিক ফেডারেশনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম সোহাগের (৩৭) পা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কর্মী ওয়াদুদ মণ্ডলের বিরুদ্ধে।

শনিবার রাত ৮টার দিকে উদয়পুর ইউনিয়নের নুনুজ বাজারের তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

সেখানে অবস্থার অবনতি হলে রোববার বেলা ১১টার দিকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন চিকিৎসক।

আহত আমিনুল ইসলাম সোহাগ উদয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে। তিনি একই ইউনিয়নের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরই আধিপত্য বিস্তার ও ট্রাক শ্রমিক ফেডারেশনকে কেন্দ্র করে উপজেলার উদয়পুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম সোহাগ ও বিএনপির কর্মী ও ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ মণ্ডল গ্রুপের মধ্যে কোন্দল চলছিল।

শনিবার রাতে সোহাগ নুনুজ বাজারে তিনমাথা মোড়ে ওয়াদুদ বস্ত্রবিতানের সামনে এলে তার মোটরসাইকেল আটকে দেয়। এ সময় ওয়াদুদের নেতৃত্বে ৭-৮ জন লোক অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তার ডান পায়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ।

বিষয়টি জানতে ইউপি বিএনপির কর্মী ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ বা মামলায় হয়নি। তবে অভিযোগ বা মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম