Logo
Logo
×

সারাদেশ

মায়ের প্রতারণার শিকার আপন মেয়ে

Icon

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

মায়ের প্রতারণার শিকার আপন মেয়ে

মায়ের প্রতারণার শিকার মেয়ে, সম্পদ হারিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন দিনাজপুরের পার্বতীপুর শহরের পিতৃহারা এক এতিম কন্যা বুসরাত জাহান বৃষ্টি (১৮)।

স্থানীয় প্রভাবশালী একটি চক্র কৌশলে পৈত্রিক সূত্রে পাওয়া বৃষ্টির দোকান ঘরটি জবর দখলের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। বিচার চেয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন বৃষ্টি। 

জানা যায়, পৌর শহরের সিনেমাহল রোডের একটি ভাঙ্গাড়ির দোকান উপজেলার চন্ডীপুর জাহানাবাদ গ্রামের বুলু সরকার জিয়াউর রহমান নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেন।

২০০৭ সালে বুলু সরকার মারা গেলে তার স্ত্রী লাকি বেগম ভাড়ার টাকা তুলতে থাকেন। ২০০৯ সালে লাকি বেগমের অন্য যায়গায় বিয়ে হলে তিনি নতুন সংসার শুরু করেন। তখন লাকির মেয়ে বুসরাত জাহান বৃষ্টি এতিম হয়ে যান। 

তারপর থেকেই বৃষ্টির দেখভাল করে আসছেন তার চাঁচা ওবায়দুল হক। দ্বিতীয় বিয়ের কয়েক মাস পর লাকি বেগম স্বামীর পূর্ব পরিচয়ে রোস্তম নগর মহল্লার জিয়ার কাছে দোকান ঘরটি বিক্রি করে দেন। জিয়া সেই দোকান মোজাফ্ফর নগরের আজিজুর রহমানের ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মিয়ার কাছে বিক্রি করে দেন।

এদিকে বৃষ্টি ও তার চাঁচা ওবায়দুল দোকানের ভাড়ার টাকা নিতে গেলে টাকা দিতে অস্বীকৃতি জানায় জিয়া। সে জানায় লাকি বেগম দোকান ঘরটি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। 

ভাঙ্গারি দোকানদার জিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, আমি মেয়ের মার কাছ থেকে দোকান ঘরটি কিনে নুরুর কাছে বিক্রি করে দিয়েছে। 

পৌরসভা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দারস্ত হয়েও কোন সুরহা পাননি এতিম কন্যা বুসরাত জাহান বৃষ্টি। 

তিনি জানান, অন্যত্র বিয়ে হওয়ার পর আমার মা আমার বাবার রেখে যাওয়া সম্পদ কোনভাবেই দখল করতে পারেন না। আমার বাবার সম্পদ আমাকে ফিরিয়ে দেওয়া হোক। পিতার সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বৃষ্টি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম