Logo
Logo
×

সারাদেশ

দেশের উন্নয়নে কাজ করছে বিএনসিসি : মহাপরিচালক

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

দেশের উন্নয়নে কাজ করছে বিএনসিসি : মহাপরিচালক

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ জনকে পদোন্নতি র‌্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী রেজিমেন্ট হেডকোয়ার্টারে তিনজন মেজর, পাঁচজন ক্যাপ্টেন, সাতজন লেফটেন্যান্ট এবং পাঁচজন সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাওয়া বিএনসিসি অফিসারদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান-এনডিসি, পিএসসি। এ সময় কর্ণফুলি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান বলেন, বিএনসিসি দেশের এবং জনগণের প্রয়োজনে তাদের শ্রম ও মেধা দিয়ে কাজ করছে। দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সম্প্রতি ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষকে উদ্ধার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রমে বিএনসিসির ভূমিকা ছিল প্রশংসনীয়।

প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের উদ্দেশ্য বলেন, নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই পদোন্নতি পেয়েছেন। এতে করে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মতাদর্শের ঊর্ধ্বে থেকে নিজ নিজ পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবীমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এমনটাই আশা করছি।

এরপর বিএনসিসির মহাপরিচালক কেক কেটে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম