Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ জন গ্রেফতার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ এএম

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ জন গ্রেফতার

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে প্রথমবারের মতো যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে শহর ও শহরতলির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের প্রেস ক্লাব এলাকা, আল আমিন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন পার্ক, স্বর্ণখোলা রোড ও বাবুরহাট কলেজ মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। আড্ডা দেওয়া অবস্থায় ১১ কিশোরকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া বলেন, সন্ধ্যার পর যাদের রাস্তায় পাওয়া যাবে তাদের আটক করে থানায় নিয়ে আসব। পড়ালেখা করা কোনো কিশোর-কিশোরী সন্ধ্যার পর রাস্তায় থাকতে পারবে না। আমরা তাদের হাতে কোনো অস্ত্র দেখতে চাই না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক কিশোর সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই করে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিষয়ে বা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা নির্দোষ তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম