Logo
Logo
×

সারাদেশ

শ্রমিকরাই নতুন রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

শ্রমিকরাই নতুন রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি

নতুন মাটির রাস্তা। প্রবেশ মুখেই বিভিন্ন রংয়ের বেলুন আর পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। দূর থেকে দেখলে জমকালো কোনো অনুষ্ঠান মনে হবে। আসলে অনুষ্ঠান ঠিকই, নতুন রাস্তার উদ্বোধন। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা হলেন, মাটি কাটার শ্রমিকরা। তারাই ফিতা কেটে নতুন সড়ক উদ্বোধন করলেন।

বলছিলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সড়াতৈল গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত দেড় কিলোমিটার রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানের কথা। শুক্রবার রাস্তাটি নির্মাণের উদ্যোক্তা সমাজসেবক নজরুল ইসলাম এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন। জানা যায়, সালদারবিল সংলগ্ন বিস্তীর্ণ ফসলের মাঠ। আশপাশে যাতায়াতের কোনো রাস্তা নেই। ঘরে ফসল তুলতে কৃষকদেরভোগানি্ত পোহাতে হয়।

এছাড়া চলাচলের দুর্ভোগ কমাতে প্রায় দেড় মাস আগে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করেন সড়াতৈল গ্রামবাসী। ইতোমধ্যে কাজ প্রায় শেষ হয়েছে। স্থানীয়রা জানান, রাস্তাটি নির্মাণে এলাকাবাসী বারবার জনপ্রতিনিধিদের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি। পরে এলাকাবাসী পরিকল্পনা করে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম