Logo
Logo
×

সারাদেশ

পুড়িয়ে মারার হুমকির পর খড়ের পালায় আগুন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

পুড়িয়ে মারার হুমকির পর খড়ের পালায় আগুন

রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ প্রতিবেশীকে পুড়িয়ে মারতে ঘরের পাশে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আগুন দিয়ে চিৎকার ও গালাগাল করে প্রতিপক্ষকে বলেছেন, ঘর থেকে বের হলেই তাদের ওই আগুনে পুড়িয়ে মারা হবে। পরে অবশ্য অন্য প্রতিবেশীরা ছুটে আক্রান্ত পরিবারকে উদ্ধার করে এবং আগুন নেভায়।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাধাইমুড়ি গ্রামের কৃষক ইদ্রিস আলীর সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিনের জমিজমার বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। এ নিয়ে মাঝেমধ্যে ইদ্রিস আলীকে প্রাণনাশের হুমকির ঘটনাও ঘটেছে। শুক্রবার সকালে এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে বেলাল উদ্দিন প্রতিবেশী ইদ্রিসের পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেন। এরপর রাত ১২ টার দিকে ইদ্রিস আলীর ঘরসংলগ্ন খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন বেলাল। আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এলে তাদের আগুন নেভাতে বাধা দেওয়া হয়।

এ সময় বেলাল চিৎকার করে ঘরে থাকা ইদ্রিস ও পরিবারের লোকেদেরকে বেরিয়ে আসতে বলেন। আর বের হলেই তাদের পুড়িয়ে মারা হবে বলে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা মিলে খড়ের গাদার আগুন নেভান। সে সময় বেলাল উদ্দিনও ঘটনাস্থল ত্যাগ করেন।

কৃষক ইদ্রিস আলী থানায় করা অভিযোগে বলেন, বেলাল উদ্দিন শুক্রবার সকালে হুমকি দিয়ে রাতে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করবেন, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। যেভাবে আগুন দিয়েছেন, তাতে আরেকটু দেরি হলেই আগুন পুরো বাড়িতেই ছড়িয়ে পড়ত।

প্রতিবেশি সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, আগুন জ্বলতে দেখে তারা দ্রুত ছুটে আসেন। প্রথমে পরিবারটিকে উদ্ধার করেন। আর কিছু সময় হলেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ত। খড়ের পালার পাশেই বেলাল উদ্দিনকে চিৎকার করে প্রতিপক্ষকে গালাগাল করতে দেখেছেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে বেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে হৃদয় হোসেন বলেন, তার বাবা কাজটি ঠিক করেননি। এর আগে এসব কর্মকাণ্ডের জন্য পরিবারের পক্ষে বাবাকে পুলিশে দেওয়া হয়েছিল। চার মাস কারাভোগের পর বেরিয়ে এসেছেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, শনিবার সকালে এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম