Logo
Logo
×

সারাদেশ

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ইয়াসিন বাবুকে

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ইয়াসিন বাবুকে

জুলফিকার ইয়াসিন বাবু (২৫) দীর্ঘ দুই বছর যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার কিডনির সমস্যা দেখা দেয়। পরে দেশে এসে মায়ের দেওয়া একটি কিডনি প্রতিস্থাপন করা হয় বাবুর শরীরে। তবে খুব বেশি স্থায়ী হয়নি এই কিডনি। প্রতিস্থাপনের ৩ মাসের মধ্যে মারা যান বাবু।

বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি আনার পথে তার মৃত্যু হয়।

মৃত বাবুর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মিয়াজি বাড়িতে। তিনি ওই এলাকার হাফেজ আলমগীরের ছেলে।

বাবুর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবু তিন বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যান। সেখানে একটি হোটেলে ১ বছর যাবত চাকরি করেন। পরে অসুস্থতা বোধ করলে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার কিডনিতে সমস্যা রয়েছে। এরপর দেশে এনে প্রায় দেড় বছর যাবত ডায়ালাইসিস করানো হয় বাবুকে। পরে তার মা জান্নাতুল ফেরদৌসের দেওয়া একটি কিডনি প্রতিস্থাপন করা হয় তার শরীরে।

এদিকে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা চালিয়ে যেতে এর মধ্যে তার বাবার জমানো সমস্ত সঞ্চয় ও জমিজমা বিক্রি করে দিতে হয়েছে। তবে কিডনি প্রতিস্থাপনের তিন মাসের মধ্যে মারা গেল বাবু। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা স্বজনসহ এলাকাবাসী।

শুক্রবার সকালে জানাজা শেষে তার মৃতদেহ দাফন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম