রাতে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করল ইউজিসি প্রতিনিধি দল
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদের কবর জেয়ারত করল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল এবং বেরোবির ভিসি।
শুক্রবার রাত সাড়ে ৭টায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ইউজিসির সদস্যরা শহিদ আবু সাঈদের জিয়ারত করেন।
শহিদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যে বীরের জন্য আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, সেই বীরের বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করতে এসেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় বেরোবির ভিসি প্রফেসর ড. শওকাত আলী, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার, উপ-পরিচালক এমদাদুল হক, বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রমানিক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ওসমান গণি তালুকদার, প্রশাসন বিভাগের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) নাজমুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোশাররফ হোসেন, এস্টেট শাখার প্রধান আলী হাসান, নির্বাহী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার ও শাহরিয়ার আকিফ, আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।