Logo
Logo
×

সারাদেশ

আবু সাঈদের আত্মত্যাগ ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে: জাবি ভিসি

Icon

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

আবু সাঈদের আত্মত্যাগ ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে: জাবি ভিসি

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের বীরোচিত আত্মত্যাগের কথা সবিস্তারে উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এএসএম আমান উল্লাহ বলেন, আবু সাঈদের কারণে একটা ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করে দেশের কোটি কোটি মানুষ নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়েছে। আমরা আবু সাঈদের রক্তের ঋণ কখনোই শোধ করতে পারবো না। তার রক্ত আমাদেরকে শক্তি যুগিয়েছে।

শুক্রবার বাদজুমা পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জেয়ারত শেষে তার পরিবারের সঙ্গে শোক প্রকাশের সময় কথাগুলো বলেন। এ সময় শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, রংপুর জেলার পুলিশ সুপার শরীফ উদ্দিন, পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক উপস্থিত ছিলেন।

ভিসি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহিদ আবু সাঈদ এবং শহিদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহিদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্থাপন করা হবে।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন ভিসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম