টাকা ছিনতাইয়ের জন্য ব্যবসায়ী সবুজকে ডেকে নিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
টাকা ছিনতাইয়ের উদ্দেশেই পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ীকে সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করে খুনিরা। খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার সাগর আলী ও জহুরুল ইসলাম।
বিষয়টি শুক্রবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী যুবক সবুজ হোসেনকে (২২) মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বুধবার উপজেলার গোবিন্দপুর গ্রামের সাগর আলী ও সদর উপজেলার কুতুবপুর গ্রামের জহুরুল ইসলামকে আটক করে। পরে বৃহস্পতিবার গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে তারা বলেছেন, সবুজের কাছ থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশেই তাকে ডেকে নিয়ে হত্যা করে কয়েকজন মিলে।
শুক্রবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা থানাপুলিশ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন এসব তথ্য দেন। তিনি জানান, হত্যাকাণ্ডের আগে আলমডাঙ্গা উপজেলা শহরের সরকারি ফুড গোডাউনের মধ্যে হত্যার পরিকল্পনা করে ৫-৬ জন যুবক। এর নেতৃত্ব দেয় ফুড গোডাউনের নৈশপ্রহরী জহুরুল ইসলাম।
বৃহস্পতিবার আটক সাগর ও জহুরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হন আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সবুজ হোসেন (২২)। ওই রাতে উপজেলার ফরিদপুর গ্রামের গজারিয়া মাঠের একটি মেহগনি বাগানে মোটরসাইকেলসহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পরদিন বুধবার সকালে সবুজের লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।