Logo
Logo
×

সারাদেশ

হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচামরিচের দাম

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম

হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচামরিচের দাম

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারতীয় পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ৫ টাকা কমে ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার হিলির খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৯০ থেকে ৯৫ টাকায়। কাঁচামরিচ কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে আলু এবং চালের দাম কমেনি। দেশি আলু কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকায় এবং ভারতীয় আলু ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত চাল ৫৫ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

হিলি কাস্টমসের তথ্য মতে, হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ভারতীয় ১৮ ট্রাকে ৫৩০ মেট্রিকটন পেঁয়াজ, ১২ ট্রাকে ৫০০ মেট্রিকটন চাল এবং ৩ ট্রাকে ৩২ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম